সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৭ জুন) সকাল ৬ টা ৪৫ মিনিটে ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনে এলাকায় সকাল ৬ টা ৪৫ মিনিটে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ঘটনাটি লুপলাইনে হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শীঘ্রই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!