সান্ধ্য কোর্সের বিদায়ঘন্টা বাজছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও

বেলা শেষের অপেক্ষায় প্রহর গুণছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি পেলেই দাপ্তরিকভাবে এই কোর্সের বন্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষকরা।

সান্ধ্যকালীন কোর্সগুলোর মধ্যে বর্তমানে চালু আছে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে এমবিএ কোর্স। চবির ব্যবসায় প্রশাসন অনুষদ ২০১২ সালে এ কোর্সটি চালু হয়। বর্তমানে এ কোর্সের অধীনে এমবিএ করছেন প্রায় ৪০০ শিক্ষার্থী।

কোর্স বন্ধের ব্যপারে জানতে চাইলে চবির সান্ধ্যকালীন এমবিএ কোর্সের পরিচালক ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এখনও লিখিত কোন চিঠি দেওয়া হয়েছে কিনা জানি না। গতকাল ও আজ ছুটির দিন হওয়ার কারণে হয়তো চিঠি পেতে দেরি হচ্ছে।’

তবে চিঠি পাওয়ার পর সিদ্ধান্তের আগাম আভাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই কোর্সের পরিচালক তা ঠিক আছে। নির্দিষ্ট নিয়ম অনুসারেই আমাকে দায়িত্ব দিয়েছেন কর্তৃপক্ষ। তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও সংশ্লিষ্টরা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই এই সান্ধ্যকালীন কোর্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

যেসব শিক্ষার্থীরা চলমান সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি আছে তাদের ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘তাদের তো অন্তত চলমান কোর্স শেষ করা পর্যন্ত সময় দেওয়া উচিত।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক চবির এক শিক্ষক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হুটহাট করে হয়তো সান্ধ্যকালীন কোর্সগুলো বন্ধের সিদ্ধান্ত আসছে। তবে এভাবে হুটহাট কোর্সগুলো চালু হয়নি। টানা ১২ বছর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের পর চবির সান্ধ্যকালীন কোর্সটি চালু হয়েছে।

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স চালু হয় ২০০২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ চাকুরীজিবী শিক্ষর্থীদের জন্য প্রথমবারের মত সান্ধ্যকালীন কোর্স চালু করেছিল। তবে এ পথ ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এগুতে থাকলে সান্ধ্যকালীন কোর্সগুলো বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের আয়ের বড় উৎস হয়ে দাঁড়ায়। তবে সম্প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সান্ধ্যকালীন কোর্সের তীব্র সমালোচনা করার পর তা বন্ধের নির্দেশনা দিয়েছে ইউজিসি।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!