সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখা লকডাউন

চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১ মে শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগী ৫৫ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তাই ওই রোগীর কর্মস্থল সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখা লকডাউন করেছে প্রশাসন।

শনিবার (২ মে) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে এ ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজকে ব্যাংক বন্ধ। সাপ্তাহিক ছুটি। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি।

সেইসাথে যারা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া তিনজনের একজন এই সেনাসদস্য। এর আগে করোনা আক্রান্ত এক ব্যক্তি ও তার সহকর্মীর ব্যাংকে যাতায়াত থাকায় গত ৯ এপ্রিল ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখাও লকডাউন করা হয়েছিল।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!