সদরঘাটের এক ডাস্টবিনে মিললো নবজাতক

চট্টগ্রামের সদরঘাট আইস ফ্যাক্টরি সড়কের পাশের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে এ নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ। পরে মেমন মাতৃসদন হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এ নবজাতক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের তত্ত্বাবধানে রয়েছে।

জানা যায়, সকাল সোয়া ১১টার দিকে স্থানীয় কয়েকজন এই নবজাতককে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি সদরঘাট থানাকে জানায়। পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সকালে আইস ফ্যাক্টরি সড়কের পাশের একটি ডাস্টবিনে নবজাতককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের জানায়। আমরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি এখন সুস্থ আছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রাখা হয়েছে। শিশুটিকে কে বা কারা ফেলে গিয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!