শিল্পপতি নাদের খানের নার্সারির শাস্তি লাখ টাকা

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলার মাটি কাটায় নাদের খানের মালিকানাধীন ডলু নার্সারিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।

জানতে চাইলে ডলু নার্সারির মালিক নাদের খান বলেন, ‘পাহাড় বা টিলা কাটা হচ্ছে না। নার্সারির ১৪ দশমিক ৯ একর জায়গার মধ্যে রাস্তার পাশের টিলার সামান্য ২০ শতক অংশ ড্রেসিং করে উঁচু-নিচু সমান করছি।’

তিনি বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পরিকল্পিত বনায়ন করা হচ্ছে। এ বনায়ন উপজেলা প্রশাসনের ট্যুরিজম পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি।’

এ বিষয়ে এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশের টিলার কিছু অংশ অনুমতি ছাড়াই ড্রেসিংয়ের প্রমাণ পাওয়া গেছে। অপরাধ স্বীকার করায় বালুমাহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

এসএমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!