রুটভিত্তিক বাস-মিনিবাস জরিপ চালাবে সিএমপির ট্রাফিক বিভাগ

আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত রুটভিত্তিক বাস, মিনিবাস জরিপ চালাবে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর জমিয়াতুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্স মাঠে এ জরিপ কাজ পরিচালনা করা হবে।

এতে গাড়ির মালিক ও শ্রমিক সদস্যদেরকে গাড়ির যাবতীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

জরিপ কার্যক্রমে উপস্থিত হতে বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা দিন নির্ধারণ করা হয়েছে ৷ এরমধ্যে ১, ২ ও ৮ নম্বর রুটের জরিপ কার্যক্রম চলবে ১০ ও ১১ আগস্ট পর্যন্ত।

এছাড়া ৩ নম্বর রুট ১৩ আগস্ট, ৪ নম্বর রুট ১৪ আগস্ট, ৫ ও ৬ নম্বর রুট ১৬ এবং ১৭ আগস্ট। ৭ নম্বর রুট ২০ ও ২১ আগস্ট, ১০ নম্বর রুট ২২ ও ২৩ আগস্ট, ১১ নম্বর রুট ১৪ আগস্ট, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর রুট ২৫ আগস্ট ও ইপিজেডকে ২৭ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে।

জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের সহযোগিতা প্রত্যাশা করেছে ট্রাফিক বিভাগ।

বাস-মিনিবাস কমিটির আহ্বায়ক ও সিএমপি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, ‘আগামী ১০ আগস্ট থেকে বাস-মিনিবাসের জরিপ শুরু করা হবে। এক রুটের গাড়ি অন্য রুটে চলছে কি-না, এক রুটে কয়টি গাড়ি আছে, পারমিট ছাড়া কোনো গাড়ি চলছে কিনা, পর্যাপ্ত গাড়ি আছে কি-না, এসব বিষয়ে আমরা একটা ধারণা পাবো।’

তিনি আরও বলেন, ‘জরিপ চালানোর সময় নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে গাড়িসহ সকল নথি আনতে হবে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!