‘রিস্ক জোনে’ থাকা ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

যখন মনে করা হচ্ছিল করোনার প্রকোপ কমতে শুরু করেছে, তখনই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আক্রান্ত হলেন করোনাভাইরাসে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে করোনা পরীক্ষার জন্য প্রবীণ এই আওয়ামী লীগ নেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাত ১০টা ২০ মিনিটে ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খানও চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর খান জানান, করোনার জীবাণু শনাক্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরপরই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তার বাসা থেকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই নেতার পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও বয়সের কারণে রিস্ক জোনে থাকায় ঝুঁকি এড়াতে এই প্রবীণ নেতাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বয়স ৭৭ বছর।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!