রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রাম থেকে আসা একটি সিটি বাসের ধাক্কায় তৈয়ব খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে মিরসরাইয়ের।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম শহরের নিমতলা বিশ্বরোড় ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া এলাকার আবুল খায়ের মেম্বার বাড়ির ওরফে রাজু কমিশনারের বাড়ির হোসনের জ্জামানের ছেলে। তৈয়ব চট্টগ্রামের বন্দর এলাকায় একটি পরিবহন সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন।

তৈয়বের বন্ধু মাঈনুল ইসলাম মিল্টন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অফিস ছুটি শেষে নিমতলা বিশ্বরোড ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় সিটিবাসের ধাক্কায় আহত হয় তৈয়ব। আহত অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।‘

মিল্টন আরও বলেন, ‘অফিস শেষে রাতে বাড়িতে আসার কথা ছিল তার। কিন্তু এর আগে বাসের ধাক্কায় সে প্রাণ হারায়।’

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু বলেন, ‘খুবই দরিদ্র পরিবার তৈয়বের। হোসনের জ্জামানের দুটি মেয়ে ও একমাত্র ছেলে তৈয়ব খান। সারা জীবন কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করেছে তার বাবা। সুখ দেখার আগে একমাত্র ছেলেটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!