যাতায়াতের টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়দের খাবার দিলেন চট্টগ্রামের ছাত্রলীগ নেতা

বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের টাকা সঞ্চয় করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা।

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগ সংগঠক আকিল ইবনে হাবীব সম্প্রতি এমন উদ্যোগে নেন। চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ মা-দের নিয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা এবং খাওয়ার বিতরণ করা হয়।

ছাত্রলীগ সংগঠক আকিল ইবনে হাবীব বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। এই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর উচিত তাদের সামর্থ্য অনুযায়ী সমাজের বঞ্চিত মানুষের পাশে থাকা। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় ও বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা।’

তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলো খুবই অসহায় হয়ে থাকে। কারণ তারা পরিবার-পরিজন থেকে আলাদা, কারো ছেলে কারো, মেয়ে ও স্বামী থেকে বঞ্চিত, তাই আমার ইচ্ছা ছিলো তাদের জন্য কিছু করা। এই দৃষ্টিকোণ থেকে ভার্সিটির যাতায়াতের টাকা সঞ্চয় করে তাদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত করি। ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী  মানবিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!