মেয়রের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির মতবিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সকল ধর্মে সাম্যের কথা, শান্তির কথা, মানবতার কথা বলা হয়েছে। ধর্ম আমাদের নৈতিকতা ও মানবিক হতে শেখায়। ধর্মচর্চা মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। মানুষ হতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শ্রীকৃষ্ণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে যে শিক্ষা দিয়ে গেছেন তা ধারণ করতে পারলে সমাজে কোনো বৈষম্য থাকবে না।’

মঙ্গলবার (২৯ আগস্ট) আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় করেন মেয়র। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি আসন্ন জন্মাষ্টমী উৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, অ্যাডভোকেট চন্দন তালুকদার।

উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র চৌধুরী, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ কান্তি দত্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিষদ কর্মকর্তা লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, ডা. বিধান মিত্র, লায়ন শংকর সেনগুপ্ত, বিপ্লব কুমার চৌধুরী, রতন আচার্য্য, সুভাষ চন্দ্র দাশ, সলিল কান্তি গুহ, ডা. কথক দাশ, রিটু দাশ বাবলু, হিল্লোল সেন উজ্জ্বল, সমিরণ মল্লিক, রাহুল দাশ, সজল দত্ত, সুভাষ মল্লিক সবুজ, পংকজ চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, প্রদীপ কুমার শীল, রতন চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!