মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তও

চট্টগ্রামে পর পর তিন দিন করোনায় মৃত্যুর পর অবশেষে থেমেছে মৃত্যু। একই সময়ে করোনা শনাক্ত কমে এসেছে পাঁচজনে। চট্টগ্রামে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল এক লাখ ২ হাজার ৩১৯ জনে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭ জন। বাকি ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সোমবার (১৫ নভেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের বাসিন্দা। বাকি চারজনের মধ্যে একজন লোহাগাড়া, একজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া ও একজন হাটহাজারীর উপজেলার বাসিন্দা।

ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!