মিরসরাই কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) থেকে মিরসরাই ডিগ্রি কলেজের কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. নুরুল আফছার।

অধ্যক্ষ মো. নুরুল আফছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার থেকে কোনো ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাস/শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। কলেজ চলাকালীন সময়ে কোনো ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যক্ষ মো. নুরুল আফছার বলেন, ‘ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মোবাইলে কথা বলে। এমনকি তারা কলেজের ওয়াশরুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। একাধিকবার মোবাইলে কথা বলা নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে ঝগড়া-বিবাদ হয়েছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজন হলে আমাদেরকে জানালে আমরা তা ব্যবস্থা করবো।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ‘ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে কোনো শিক্ষক এবং শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা ঠিক না। এতে পড়ালেখায় বিঘ্ন ঘটে। এটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজ উদ্যোগে করছেন। এটা সত্যি ভালো উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন অনেক আগে থেকে তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছেন। আমার মনে হয়, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার কমিয়ে দিতে পারলে তাদের পড়ালেখা অনেক ভালো হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!