ভাসানচরের পথে আরও ১ হাজার ৪৬৬ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আরও ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা বোটক্লাব সংলগ্ন নৌবাহিনীর জেটি থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করে রোহিঙ্গারা। তাদের ভাসানচর পাঠানোর বিষয়টি তত্বাবধান করছে নৌবাহিনী।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ২৯টি বাসে করে তাদের কক্সবাজার থেকে পতেঙ্গায় আনা হয়।

নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোজাম্মেল হক বলেন, ‘তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে শনিবার ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ হাজার রোহিঙ্গাকে সেখানে পাঠানো হয়। পরবর্তী পর্যায়ে আরও রোহিঙ্গাকে সেখানে পাঠানো হবে।’

জানা যায়, সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো নির্মাণ করে ১ লাখের বেশি রোহিঙ্গাকে রাখার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন এবং চলতি বছরের ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের প্রথম দিন আরও ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে আসে। এছাড়া মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেওয়া হয়েছিল।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!