বিদ্যুৎ বিল বকেয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযোগ বিচ্ছিন্ন করলো পিডিবি

চট্টগ্রাম মেডিকেল কলেজের ১ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়ার থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম পিডিবি। সোমবার (২৪ জুন) সকাল ৯ টায় এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পিডিবি স্টেডিয়াম ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। আমরা বিভিন্ন সময় এটি পরিশোধের জন্য জন্য অনুরোধ করেছি। নোটিশ দিয়েছি। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। গতকাল রোববারও আমরা তাদের বিষয়টি বলেছি। অধ্যক্ষ মহোদয় আমাদের জানিয়েছেন, আমরা যখন বলেছি বিদ্যুৎ বিল পরিশোধ না হলে আমরা লাইন কাটবো। তখন তিনি বলেছেন, কাটলে কাটেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, ‘এত বড় একটা বড় একটা প্রতিষ্ঠান, আমরা কেমন বিপদে পড়েছি বলে বোঝাতে পারবো না। এত টাকাতো আর একদিনে পরিশোধ সম্ভব না। তাই আমরা পিডিপির সাথে কথা বলবো।’

সাহেনা আক্তার আরও বলেন, ‘আমরা মন্রনালয়কে জানিয়েছি। নিশ্চয় বিল পরিশোধ করা হবে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!