বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনে একটি পরিত্যক্ত ডোবায় ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামা শরৎঘোনা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টায় দুর্ঘটনার বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, বাদশা মিয়া পরিবার নিয়ে লোহাগাড়া সদর বায়তুন নূর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নিহত ময়না এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবায় শাক তুলতে গিয়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। ওইদিন মেয়েকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ওইদিন খোঁজ না পাওয়ায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে আবারও মেয়েকে খুঁজতে বের হয় মা রাশেদা। সকাল ৭টার দিকে পরিত্যক্ত ডোবায় ময়নার মৃত্যু দেহ দেখতে পেয়ে মেয়েকে উদ্ধার করতে গেলে মা রাশেদাও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!