বাংলাদেশ ভারতের মধ্যে সোনালী অধ্যায় চলছে: ভারতীয় হাইকমিশন

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন,‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সোনালী অধ্যায় চলছে।বাংলাদেশে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। আরো উন্নয়ন করতে আগ্রহী। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্কের কারণেই তা সম্ভব হচ্ছে।’
চট্টগ্রামের রামগড়ে স্থলবন্দর পরিদর্শন শেষে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারির সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রীভা গাঙ্গলী দাশ আরো বলেন, মানুষের সাথে সাথে সম্পর্কের উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভারত। এ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। বাংলাদেশে স্থল বন্দর সড়কের প্রকল্প কাজ অনেক এগিয়েছে। মাইজভান্ডার দরবার শরীফের মুক্তিযোদ্ধের সময় অবদান রয়েছে। সেটি জেনে আমি খুব খুশি হয়েছি।

এর আগে তিনি রামগড় স্থল বন্দর পরিদর্শন করেন।

এ সময় উপস্তিত ছিলেন, সহকারি হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৈহিদুল আলম বাবু, তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈয়বুল বশর মাইজভান্ডারি, ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, জানে আলম, হারুণ রশিদ কালু, ছৈয়দ মোহাম্মদ বাকের।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!