বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাঠি মিছিল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাঠি মিছিল করেছে ছাত্রলীগ। মিছিল শেষে তারা বিক্ষোভ সমাবেশও করেছে তারা। এ সময় তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে ছাত্রলীগের একাংশ (ভিএক্স গ্রুপ) এ মিছিলের আয়োজন করে। মিছিলটি প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, মুজিবুর রহমান, রকিবুল হাসান রকি, সাদেক হোসেন টিপু, মারুফ ইসলাম, ইয়াসির আরাফাত, রায়হান রেজা, সৈয়দ আমিন, ফরাজী, আহমেদ আলী, ফয়সাল প্রমুখ।

এ সময় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে তার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নিজের সৃষ্ট রাষ্ট্রেই কিছু মৌলবাদী জামাতী এজেন্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করার দুঃসাহস দেখিয়েছে। ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম রেখেছিল বাংলাদেশ। আর সেই ঐতিহাসিক দিনেই কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুর করেছে মৌলবাদী গোষ্ঠী। তাদের এই ধৃষ্টতার জবাব ছাত্রজনতা রাজপথেই দিতে প্রস্তুত রয়েছে। আমরা সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!