প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে গত ২৫ ডিসেম্বর ‘যৌন হয়রানির জাল কাপাসগোলা বালিকা স্কুলে, অভিযুক্ত স্বয়ং প্রধান শিক্ষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ‘আপনার সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আপনার লেখায় যে ছাত্রীটির কথা বলা হয়েছে আমি তাকে চিনি না। কারণ আমি জেনেছি সে ফেইসবুকে ভুয়া আইডি দিয়ে অ্যাড করেছে। সে ম্যাসেঞ্জারে আমাকে জন্মদিন লেখাতে আমি তাকে জন্মদিনের উইশ করেছি এবং কেক খাওয়াবো বলেছি। আমার স্কুলের সকল ছাত্রী আমার সন্তানতুল্য। পিতা হিসেবে কেক খাওয়াবো বলে দোষের কিছু করিনি। আমি গত ৩০ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করছি।’

মো. আলাউদ্দিন প্রতিবাদপত্রে লিখেছেন, ‘আমি একজন পঞ্চাশোর্ধ ব্যক্তি। আমার ছেলেমেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আপনার এ প্রতিবেদনে আমার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছি। কাপাসগোলায় একটি কুচক্রিমহল ও আমার প্রতিষ্ঠানের কিছু ষড়যন্ত্রকারী শিক্ষক গত টার্মেও ভর্তি বাণিজ্য করতে না পেরে আমাকে নাজেহাল করেছিল এবং আমার বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছিল। এ ছাত্রীকে নিয়ে এ হীন কর্মকাণ্ডটি তারাই ঘটিয়েছে। এখন ভর্তির সময়। এ বছরের ভর্তিকে সামনে রেখে একই কুচক্রীমহল ভর্তি বাণিজ্য করতে পারবে না বিধায় আমাকে এ স্কুল থেকে সরানোর উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।’

প্রতিবেদকের বক্তব্য
প্রধান শিক্ষকের সাথে প্রতিবেদকের সম্পর্ক কিংবা কোনোরূপ জানাশোনা নেই। তাকে হেয় প্রতিপন্ন করে একপাক্ষিকভাবে কোনো সংবাদ উপস্থাপন করা হয়নি। চসিক বরাবর অভিভাবকের অভিযোগ, সংবাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয়ের বক্তব্যের ভিত্তিতে সংবাদটি উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন কাউকে হেয় ও মানহানি করার উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!