পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়া যুবকের পরিচয় মিলেছে

চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম পিন্টু দাশ। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫টা ৩৫ মিনিটে পাহাড়তলী রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়েন পিন্টু (৪১)। তিনি বিবিরহাটের কাঁচাবাজার গলির মৃত কৃষ্ণ দাশের ছেলে।

পিন্টুর প্রাণ নেওয়ার আগে মিরসরাইয়ে এই মহানগর প্রভাতীর সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১১ জন।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে সকালে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় সংঘর্ষ হয় মাইক্রোবাসের। ওই ঘটনায় ১১ জন পর্যটক মারা যান৷ তারা খৈয়াছড়া ঝরণা দেখে ফিরছিলেন। নিহতরা একটি কোচিং সেন্টার থেকে পিকনিক করতে গিয়েছিলেন। পরে চার ঘণ্টা দেরিতে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছে। এরমধ্যে পথে পাহাড়তলী এলাকায় ওই ট্রেনে কাটা পড়েন পিন্টু।

জিআরপি থানার এসআই কাওসার নিহতের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!