পারকি সৈকতকে আধুনিক পর্যটন জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেছেন, পারকি সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারকি সৈকতে সৌন্দর্য বৃদ্ধি, গাড়ি পাকিং, পাবলিক টয়েলেট, নৈশপ্রহরী, পরিচ্ছন্নকর্মী ও যে সকল ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসন থেকে দোকান নির্মান করে দেওয়া হবে। আগামী মৌসুমের আগেই এসব কাজ শেষ হবে।

আধুনিক পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে আনোয়ারা উপজেলার পারকি সৈকত পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পারকি সৈকত পরিচালনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পারকি সৈকত পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুজ্জামান চৌধুরী, সদস্য চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, চেয়ারম্যান জানে আলম, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, অর্থ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!