নৌকার ওপর বজ্রপাতে মুহূর্তেই চারজনের মৃত্যু, মাঝি তলিয়ে গেলেন পানিতে

কিছু দূরে আরেক জায়গায় নারীর মৃত্যু

রাঙামাটির লংগদুতে পৃথক দুই স্থানে বজ্রপাতের ঘটনায় চারজন মারা গেছেন। এর মধ্যে কাপ্তাই হ্রদে নৌকায় মারা গেছেন তিনজন। অপরজন কারল্যাছড়ি গ্রামে মারা গেছেন। নৌকার মাঝি তলিয়ে গেছেন হ্রদের পানিতে।

শনিবার (১৫ জুন) বিকালে লংগদুর ফুরেরমুখ এবং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নৌকার নিহত যাত্রীরা হলেন ভাসান্ন্যা আদামের শেখ পাড়ার মো. ওবায়দুল (৩০), মো. জিয়াউল হক (৫০) ও মো. বাচ্চু মিয়া (৩০)। এছাড়া করল্যাছড়ি গ্রামে মারা যান মিনা বেগম (৩৫) নামের এক নারী। তিনি নিজ বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন। নৌকার মাঝি আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, শনিবার বিকালে লংগদুর মাইনীমুখ বাজার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ১০ থেকে ১২ জন ভাসান্ন্যা আদাম ইউনিয়নের ভাসান্ন্যা আদাম গ্রামে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১১টার দিকে লংগদু সদর ইউনিয়নের ফুরেরমুখ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রী ও চালক ঝলসে যান। এ সময় নৌকার মাঝি হ্রদের পানিতে পড়ে তলিয়ে যান।

ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে নৌকার মাঝি। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তারও মৃত্যু হয়েছে।

লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, লংগদুতে বজ্রপাতের পৃথক ঘটনায় চারজন মারা গেছেন। এর মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!