“ধর্মঘট চলের কে নে যাইয়্যম দোয়ানত”

“ধর্মঘট চলের কে নে যাইয়্যম দোয়ানত” 1এহসান আল-কুতুবী : “ধর্মঘট চলের কেনে যাইয়্যম দোয়ানত” এনে দেরি অই যারগই । কথা গুলো আক্ষেপের সাথে বলেছেন রিয়াজুদ্দিন বাজারের মহিউদ্দিন নামের এক ব্যবসায়ী । সকাল থেকে আকষ্মিক ধর্মঘটে জনজীবন অচল হয়ে দাড়িয়েছে । দুই বাস চালককে সাজা দেওয়ার প্রতিবাদে সারাদেশে ডাকা ধর্মঘটে চট্টগ্রামে সব ধরনের বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নগরী ও জেলার বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বাধ্য করছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
পরিবহন শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয়ভাবে ধর্মঘটের ডাক দিলে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই খবর জানাজানি পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে আসেন ।
নগরীর বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা, মুরাদপুর, অক্সিজেন মোড়, বন্দর , এলাকায়ও বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, বিচ্ছিন্নভাবে শ্রমিকরা বাস চলাচলে বাধা দিচ্ছে। আমরা শ্রমিক নেতাদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। অন্যথায় আমরা আইনগত পদক্ষেপ নেব।

এদিকে সকালে ধর্মঘট শুরুর পর থেকে উপজেলা থেকেও নগরীতে কোন বাস আসছে না।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবীদের কর্মস্থলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে রিকশা, অটোরিকশা ও হিউম্যান হলারগুলো।
উল্লেখ্য , মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়েছে। এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হয়েছে।

এর প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষনা দিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!