তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসায় তৈব্যব শাহের স্মারক আলোচনা সভা

চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার বলেছেন, গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ্ (রা) ছিলেন ইসলামের প্রকৃত সূফিধারা ও দ্বীনি শিক্ষা-সংস্কৃতির জাগরণের এক মহানায়ক। ভ্রান্তমতবাদিরা ইসলামের নামে উগ্রপন্থা শিক্ষা দিয়ে যখন জঙ্গীবাদের বীজ বপন করেছিল তখন তিনি এদেশে সূফিবাদের উদার ধারার ঐতিহ্যবাহী শিক্ষা-সংস্কৃতি প্রতিষ্ঠার ডাক দেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা)’র ২৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাটহাজারী উপজেলার কাটিরহাট সফিনগর তাহেরিয়া সাবেরিয়া সুন্নিায়া মাদ্রাসা এ সভার আয়োজন করে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা সৈয়্যদ জালাল উদ্দিন আল আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী, হাটহাজারী কলেজের অধ্যাপক সালেহ নুর, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক আলফাজ উদ্দিন, মাস্টার তৌহিদুল আনোয়ার চৌধুরী, হারুন সওদাগর, নাজমুল হায়দার বিন খায়ের, মোহাম্মদ রোকন উদ্দিন চৌ, জাবেদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, তৌহিদুল আলম কোম্পানি, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, মৌলানা নাজিমউদ্দিন আল কাদেরী প্রমুখ।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মো. সালাউদ্দিন শাহ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!