ঢেমশা কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

ঢেমশা কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বুধবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়। এতে কীর্তন পরিবেশন করেন শ্রীল ১০৪ স্বরুপ দাশ। সভাপতিত্ব করেন মহোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রফুল্ল রঞ্জন দাশ।

প্রধান বক্তা ছিলেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপেন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুমন কান্তুি দে। বক্তব্য রাখেন ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ান উদ্দীন, চন্দন দাশ, ডা. শ্যামল কান্তি দাশ, প্রভাত দাশ।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া আগামী ৫ ও ৬ তারিখ ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞের আয়োজন করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!