ডেঙ্গুতে ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জান্নাত আরা জুঁই নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুঁই। এর আগে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

জুঁইয়ের বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর হালিশহরে থাকতো। তার বাবার নাম সাইফুল ইসলাম।

জুঁইয়ের মা জান্নাতুল ফেরদাউস জানান, তার দুই মেয়ের মধ্যে বড় জুঁই। জন্মের ৬ বছরের মাথায় জুঁইয়ের ব্ল্যাড ক্যান্সার ধরা পড়ে। মাঝে মাঝেই তাকে রক্ত দিতে হতো। গত ২ অক্টোবর মেয়ের জ্বর আসে। চট্টগ্রাম মেডিকেলের হেমোটোলজি ওয়ার্ডে এনে ডাক্তার দেখালে ডেঙ্গু টেস্ট দেন। পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসলেও প্লাটিলেট কম ছিল। ডাক্তার পরে রক্ত দিতে বলেন। ৭ অক্টোবর রক্ত দেওয়ার পরপরই মেয়ে অচেতন হয়ে পড়ে। এরপর রোববার দুপুরে মারা যায় সে।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ১১২ জন, মারা গেছে ১ জন। এনিয়ে চলতি বছরে মৃত সংখ্যা দাঁড়ালো ৭৯ জন।

চলতি বছরে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!