টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফের বরইতলিতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম নিহত হয়েছে।
করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দুল সালামের পুত্র।

এসময় দেশীয় তৈরী একটি এলজি, ৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খালি খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন বরইতলি এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে।

সেই তথ্য অনুযায়ী র‌্যাবের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এরপর আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!