জামালখানে ভবনের ৭ তলা থেকে পড়ে এসি টেকনিশিয়ানের মৃত্যু

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় ভবনের ৭ম তলা কাজ করার সময় থেকে বেল্টের দড়ি ছিঁড়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম রাজিব দাস (২৫)। তিনি ওই ভবনে সপ্তম তলায় এয়ারকন্ডিশনারের (এসি) আউটডোর ইউনিট খুলছিলেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১২ তলার ইকুইটি মিলেনিয়াম ভবনের ৭ তলা থেকে খালে পড়ে মারা যান তিনি।

জানা গেছে, নিহত রাজিব দাস চন্দনাইশের বাসিন্দা। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ প্রশান্ত চক্রবর্তী বাপ্পার মালিকানাধীন বিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ৩ বছর ধরে এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন। খাল উদ্ধার প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের তাড়াহুড়োতে বিনা নোটিশে ভবন মালিকরা কোনো ধরনের সেফটি ব্যবস্থা গ্রহণ না করে মালামাল সরাতে গিয়ে কোমরের দড়ি ছিড়ে নিচে পড়ে যায় রাজিব। পড়ে যাওয়ার পর প্রায় একঘণ্টা সময় অতিবাহিত হলেও নিহত রাজিব পানির মধ্যে ডুবে ছিলেন।

আশপাশের কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়নি। যার কারণে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহত রাজিব দাসের সহকারী আব্দুল্লাহ আল নুমান বলেন, আমরা সাড়ে ১২টার দিকে কাজ করতে আসি। আমরা কাজ শুরু করেছি দুপুর ১টার দিকে। কাজ শেষ করে দেড়টার দিকে নামার সময় রাজিবের বেল্ট খুলে ৭ তলা থেকে নিচে পড়ে যায়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘নিহত রাজিব কোমরে বেল্ট ভালো করে না লাগানোর কারণে দড়ি ছিঁড়ে ৭ম তলা থেকে নিচে পড়ে যায়। ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মৃত্যুবরণ করেন। আমরা লাশটি ভবনের পাশের খাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!