জবাইয়ের সময় গরুর লাথিতে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৫৫) ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।

জানা গেছে, ঈদের জামাত শেষে গরু জবাই দেওয়ার সময় গরুর লাথিতে বুকে আঘাত পান আব্দুল কাদের। পরে তার আত্মীয়-স্বজনরা দ্রুত ঈদগড় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!