জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, সমাবেশে ড. সাইফুদ্দীন

লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গি, উগ্র, হঠকারীতার বিরুদ্ধে জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল চক্র এক জোট হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে এক হয়ে এদের রুখে দিতে হবে।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ি নাজিরহাট ঝংকার মোড়ে সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. সৈয়দ সাইফুদ্দীন বলেন, ‘দুর্নীতিবাজদের কারণেই আজ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম দিন দিন ঊর্ধ্বগতি। সঙ্গে বাড়ছে বেকারত্বের হারও। অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করে তাদের নাম-ঠিকানা জনগণকে জানাতে হবে। এই দুর্নীতিবাজদের আইনের আওতায় না আনলে এরা দেশকে গিলে খাবে।’

বিএসপি ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান বলেন, ‘নৈসর্গিক সৌন্দর্যের লীলা ভূমি ফটিকছড়িতে পরিকল্পিতভাবে পর্যটন জোন গড়ে তোলা, কৃষকদের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণে কোল্ড স্টোরেজ, গবাদি পশু-পাখির চিকিৎসায় ভেটেরিনারি কলেজ গড়ে তোলা জরুরি ছিল। ফটিকছড়িবাসীর কল্যাণে কেউই এই উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া ভারতের ত্রিপুরার সঙ্গে আমদানি-রপ্তানি সুবিধার জন্য নাজিরহাট থেকে রামগড় স্থলবন্দর পর্যন্ত মাত্র ৪০ কিলোমিটার রেললাইন নির্মাণ করলেই চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা যেতো। কিন্তু এই উদ্যোগও কেউই নেয়নি।’

তিনি বলেন, ‘ফটিকছড়িতে ১৭টি চা-বাগান রয়েছে। এই চা শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে। কিন্তু দুঃখের বিষয় চা শিল্পে জড়িত শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকসহ নিম্ন আয়ের সকলের জীবনমান উন্নয়ন তথা ফটিকছড়ির উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ।’

ফটিছড়ি উপজেলা বিএসপি আহ্বায়ক এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী।

আলোচক ছিলেন বিএসপির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা সভাপতি এসএম সাহাব উদ্দিন, অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও লিবারেল ইসলামিক জোটের জন সংযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল সামাদ বাচ্চু, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও বিএসপি এবং লিবারেল ইসলামিক জোটের দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!