চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ জুন

নবীনবরণ অনুষদভিত্তিক করার চিন্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ৩০ জুন। ইতোমধ্যে সকল বিভাগ ও ইনস্টিটিউটের সিলেবাস, ক্লাস রুটিন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৩ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’র ১৩তম সভার ১নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩০ জুন ২০২৪ (রবিবার) নির্ধারণ করা হয়েছে।’

এদিকে প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষদভিত্তিক করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ডিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষদভিত্তিক করার চিন্তা ভাবনা রয়েছে। এ বিষয়ে আলোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে মত আসছে। সবকিছু বিবেচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

এমআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!