চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল। তিনি নতুন প্রকৌশলী নিয়োগ না হওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর পদ শূন্য থাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন। ইতোমধ্যে তিনি কর্মক্ষেত্রে যোগদান করেছেন।

এর আগে গত ৩০ জুন চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবু সাঈদ হোসেন। পরবর্তীতে এতদিন প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছিলেন রেজিস্ট্রার।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!