চট্টগ্রাম রেলস্টেশনে আনসারসহ ৩ টিকিট কালোবাজারি আটক

ঈদ এলেই চট্টগ্রাম রেলস্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি বেড়ে যায়। চড়া দামে টিকিট বিক্রি করে প্রায় সময় পার পেলেও এইবার গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তাদের হাতে আটক হলো ৩ টিকিট কালোবাজারি। এর মধ্যে একজন আবার আনসার সদস্য।

শনিবার (১৫ জুন) চট্টগ্রাম রেলস্টেশনে দুপুর ২টা ২০ মিনিটে টিকিটসহ ৩ কালোবাজারিকে আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই। আটকের পর দ্রত তাদের রেলওয়ে পুলিশ জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন স্টেশন আনসার সদস্য স্বপন মিয়া, স্টেশনে নামকরা টিকিট কালোবাজারি মজনু মিয়া ও রুবেল।

চট্টগ্রাম রেল পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওসিকে হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!