চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব ‘ভারমুক্ত’ হলেন ৬ বছর পর

দীর্ঘ ছয় বছর ভারপ্রাপ্ত হিসেবে কাজ করা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) গণভবনের এক সভায় নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সংগঠনের নিয়মানুসারে প্রথম সহ-সভাপতি হিসেবে সভাপতির দায়িত্ব পান মাহতাব। সেই থেকে দীর্ঘ ছয় বছর ভারপ্রাপ্ত হিসেবে নগর আওয়ামী লীগ সামলান তিনি।

অবশেষে দলীয় সভানেত্রীর নির্দেশে রোববার ভারমুক্ত হলেন নগর আওয়ামীলীগের প্রবীণ এই নেতা।

২০১৩ সালের ১৪ নভেম্বর তিন বছর মেয়াদের নগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মহিউদ্দীন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

নগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবীদ মরহুম জহুর আহমেদ চৌধুরীর মেজ ছেলে।

মাহতাব উদ্দিন চৌধুরীর বাবা মরহুম জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার বার্তা পাঠান। যা পরবর্তীতে এমএ হান্নানসহ অনেকে প্রচার করেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!