চট্টগ্রাম নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ২ দিন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রোববার ও সোমবার (৩ এবং ৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য নগরীর মাদারবাড়ি ও স্টেডিয়ামের আশপাশ এলাকাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান

৩ ফেব্রুয়ারি, শুক্রবার

সকাল ৭টা থেকে দুপুর ১২টা : মাদারবাড়ির আওতাধীন বাংলাবাজার, কালী বাড়ির মোড়, সদরঘাট রোড (সম্পূর্ণ), ইসলামিয়া কলেজ, সাহেব পাড়া, দক্ষিণ নালাপাড়া (আংশিক)। ফিডারের আওতায় পুরাতন কাস্টম এরিয়া, ট্র্যান্ড রোড, মাঝিরঘাট রোড (আংশিক), মহব্বত গলি, উত্তর নালাপাড়া (আংশিক)।

সকাল ৮টা থেকে দুপুর ২টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়ামের আওতাধীন ১১ কেভির এইচ-১১ নম্বর ফিডারের আওতায় সার্কিট হাউজ ও নেভি।

৪ ফেব্রুয়ারি, শনিবার

সকাল ৭টা থেকে দুপুর ২টা : খুলশী-মাদারবাড়ি লাইন, ৩৩ কেভি আগ্রাবাদ-মাদারবাড়ি লাইনের অধীনে রিয়াজউদ্দিন বাজার, পূরবী গলি, জলসা মার্কেট, মেশিনারি মার্কেট, সিডিএ হকার মার্কেট, সফিনা হোটেল, রয়েল টাওয়ার, গোলাম রসুল মার্কেট, কাদের প্লাজা, মুরগি হাটা, নূপুর মার্কেট, রফিক উদ্দিন ছিদ্দিক রোড, ইলেকট্রিক গলি, এসএস খালেদ রোড, তামাকুন্ডি লেইন, জুবলী রোড (আংশিক), পুরাতন কাস্টম এরিয়া, স্ট্যান্ড রোড, মাঝিরঘাট রোড (আংশিক), মহব্বত গলি, উত্তর নালাপাড়া (আংশিক) বিআরটিসি মোড়, বাটালি রোড, (সম্পূর্ণ), মাদারবাড়ি রেল গেট, কামাল গেট, মালুম মসজিদ, দারোগা হাট রোড, ধনী সওদাগর লেন, নুরুল হক মাস্টার লেন, মাঝিরঘাট রোড, স্ট্যান্ড রোড (আংশিক), পূর্ব মাদারবাড়ি আইচ ফ্যাক্টরি রোড, মরিচাপাড়া, নেওয়াজ হোটেল, রেল গেট, পূর্ব মাদারবাড়ি জামে মসজিদ এরিয়া, আক্তার শাহ লেন, সেবক কলোনি, জুট গলি, ওমরচাঁদ রোড। কদমতলী, ডিটি রোড, সুপারিওয়ালা পাড়া, ধনীওয়ালাপাড়া, দেওয়ানহাট ব্রিজের পূর্ব পাড়, পাঠানটুলী রোড, কলাবাগান, দক্ষিণ পুকুর পাড়, পাঠানটুলী পূরবী হোটেলের সামনে, নাজির পোল, দপ্তরী পাড়া মেহের আলী চায়ের দোকান, ২ নম্বর গল্লি, লেংটা ফকির মাজার সংলগ্ন এলাকা, রশিদ মাস্টার লেন, ডিটি রোড, রাহাত সেন্টারের বিপরীত পাশ, কদমতলী পোড়া মসজিদ স্টেশন রোড, কাপড় গলি (আংশিক), ফল গলি (আংশিক) পাখি গলি (আংশিক), নূপুর মার্কেট, প্যারামাউন্ট সিটি এরিয়া, রেলস্টেশন এরিয়া।

সকাল ৮টা থেকে দুপুর ২টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়ামের আওতাধীন ১১ কেভির এইচ-১২ নম্বর- ফিডারের আওতায় জামাল খান, লিচুবাগান, সিঁড়ির গোড়া, মহসিন কলেজ রোড।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!