চট্টগ্রাম আমবাগান থেকে ছিনতাইকারী ধরলো খুলশী থানা পুলিশ

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকা থেকে মো. রাব্বি নামে ছিনতাই কাজে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাতে তাকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে।

খুলশী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমবাগান এলাকার বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় রাব্বি জড়িত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, খুলশী থানার আমবাগান রেলগেইট এলাকায় কিছুদিন ধরে দিনে-দুপুরেই ছিনতাইয়ের শিকার হচ্ছিল জনসাধারণ। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে স্থানীয়রা সভা-সমাবেশ করে।

তারই ধারাবাহিকতায় আমবাগান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের সাথে জরুরি সভাও অনুষ্ঠিত হয়। এ সভায় অংশ নেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাশার, পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবসার, সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরন, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, আমবাগান সমাজকল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, মসজিদ কমিটির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে খুলশী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের তথ্য পেলে থানায় অবহিত করতে এলাকাবাসীকে অনুরোধ করেন তিনি।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!