চট্টগ্রামে মাইক্রোবাসে বস্তাভর্তি ফেনসিডিল ও গাঁজা, ৩ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের পটিয়া উপজেলার কালুরঘাট-পটিয়া বাইপাস সড়কে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি জানান র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

এ সময় আটককৃতরা হলেন মো. সোহেল (২৭), মো. জয়নাল আবেদীন রাশেদ ও শাফায়েত হোসেন (২২)।

র‍্যাব জানায়, মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য নিয়ে কালুরঘাট থেকে পটিয়ার দিকে যাওয়ার পথে র‍্যাব ওই গাড়ি থামায়। এ সময় তিনজনকে আটক করা হয়।

মাইক্রোবাসটির পেছনের আসনের পা রাখার স্থান থেকে চারটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!