চট্টগ্রামের ১১ আসনে নৌকার মনোনয়ন চান মানবাধিকারকর্মী আমিনুল

চট্টগ্রামের ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মানবাধিকারকর্মী আমিনুল হক বাবু।

সোমবার (২০ নভেম্বর) মনোনয়ন ফরম নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এই সদস্য।

চট্টগ্রামের মাদারবাড়ির ছেলে আমিনুল হক বাবু ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক,যুবলীগের সাংস্কৃতিক সম্পদক এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি চট্টগ্রাম মহানগর কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য সচিবের দায়িত্বও পালন করেন।

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবু রোটারি জেলা ৩২৮২র জেলা কমিটি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করছেন।

এছাড়াও তিনি চট্টগ্রাম বোট ক্লাব, শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম এলিট ক্লাব এবং খুলশী ক্লাবের সদস্য।
করোনার সময় তিনি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠা করে চট্টগ্রামের মহানগরের করণা রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীদের বাসায় গিয়ে ফ্রি চিকিৎসা সেবা, মাক্স, সেনিটাইজার, রান্না করা খাবার ও শুকনা খাবার বিতরণ করে মানবাধিকারকর্মী হিসেবে আলোচিত হন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!