চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামে ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজিত হয়েছে।

চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প 1

শনিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড়ে অবস্থিত ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চেকআপ সম্পন্ন করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুরোগ, চক্ষু ও দন্তরোগ বিশেষজ্ঞ। এছাড়া ছিলেন পুষ্টিবিদও।

বিপুল সংখ্যক শিশু-কিশোর তাদের অভিভাবকদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে এসে বিনামূল্যে মেডিকেল চেকআপের সুবিধা নেয়। সন্তানদের জন্য এ ধরনের সেবামূলক প্রোগ্রামের ব্যবস্থা করায় অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

স্কুলের অধ্যক্ষ কর্নেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ কাশেম বলেন, আল্ হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক প্রোগ্রাম গ্রহণ করবে। তিনি এ স্কুলের উন্নতি ও সমৃদ্ধির জন্য এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বর্তমানে এ স্কুলে সমন্বিত ক্যামব্রিজ ও ইসলামিক কারিকুলামে প্লে গ্রুপ থেকে ক্লাস টু পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!