চকরিয়া উপজেলা চেয়ারম্যানের বাড়ির কেয়ারটেকারের আত্মহত্যা

চকরিয়া উপজেলা চেয়ারম্যানের বাড়ির কেয়ারটেকারের আত্মহত্যা 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের বসতবাড়ির কেয়ারটেকার নুরুল হোছন (৪৫) আত্মহত্যা করেছে। শুক্রবার ও শনিবারের মধ্য রাতের কোন এক সময় কেয়ারটেকার আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারনা। তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য বলতে পারেনি কেউ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া থানা পুলিশ বাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত নুরুল হোছন (৪৫) চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আকবরিয়া পাড়ার মৃত খুইল্যা মিয়ার ছেলে। চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্য্যান জাহেদুল ইসলাম লিটু জানান, উপজেলা চেয়ারম্যান জাফর আলম গত কয়েক মাস পূর্বে পৌরসভার পালাকাটাস্থ নিজ বাসা ছেড়ে সরকারী বাস ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন। চেয়ারম্যান সরকারী বাস ভবনে চলে যাওয়ার পর চাচাতো ভাই নুরুল হোছনকে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেন। কেয়ারটেকার নুরুল হোছন তার পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছিল। হঠাৎ কি কারণে সে আত্মহত্যা করেছে বুঝতে পারছিনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নুরুল হোছন উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বাড়িতে কেয়ারটেকার হিসেবে ছিল। শনিবার রাতের কোন এক সময় গলায় দঁড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই গৌতম রায়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানতে পারিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!