চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. সাফওয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাফওয়ান (৩) ওই এলাকার মো. রাশেদের ছেলে।

জানা গেছে, দুপুরে খেলার সময় বাড়ির সামনে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায় সাফওয়ান। শিশু সাফওয়ান সম্পর্কে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুর নাতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!