গেইটে তালা ঝুলিয়ে বেতন কাটার প্রতিবাদ জানালো পোশাক শ্রমিকরা

চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় ওশান স্টেট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ১০ দিনের বেতন কেটে রাখাসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে পুরো মাসের বেতন, পরিচয়পত্র ফেরতসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় কারখানার গেইটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ।

এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিব হাসান টিটো, চেয়ারম্যান হিসেবে রয়েছেন রেজা ই কাবেজ।

শ্রমিকরা জানান, সোমবার বেতন পরিশোধের কথা ছিল। তারা বেতন আনতে গেলে প্রত্যেকের ১০ দিনের বেতন কেটে রেখে বাকি ২১ দিনের বেতন দিচ্ছিল কর্তৃপক্ষ। এসময় প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্রও জমা নিয়ে নেওয়া হয়। এসব অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এসময় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের চাকরিচ্যুত করাসহ পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখান বলেও অভিযাগ করেন শ্রমিকেরা।

এদিকে ওশান স্টেট লিমিটেডের কর্মকর্তারা বেতনের টাকা কেটে নেওয়ার কথা স্বীকার করেন। তবে মালিক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বেতন দেওয়া হয়েছে বলে জানান।

ওশান স্টেট লিমিটেডে প্রায় ৯৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে। এই কারখানায় অন্যান্য কারখানার চেয়ে বেতন বৈষম্য বেশি এবং মাত্র ৩% ঈদ বোনাস দেওয়া হয় বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষোভকারী শ্রমিক বলেন, করোনাভাইরাসের কারণে আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি। বেতন নিতে এসে দেখি সেখান থেকেও বড় একটি অংশ কেটে রাখা হচ্ছে। আইডি কার্ডও নিয়ে নিচ্ছে।

তারা আরও বলেন, আইডি কার্ড নিলে আমরা এই কারখানার শ্রমিক সেটা পরিচয় দিতে পারব না। আইডি কার্ড নিয়ে নেওয়া মানে আমাদের চাকরিচ্যুত করা। যাতে আমরা আইনগত কোনো সহযোগিতা না পাই।

শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে ওশান স্টেট লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, গেইটে তালা লাগানোর বিষয়টি সত্য নয়। কারখানা থেকে যেভাবে বেতন দিচ্ছে সেভাবে অনেকে বেতন নিয়ে গেছে। তবে কিছু কিছু শ্রমিক প্রতিবাদ করেছে। পরে আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি।

এ বিষয়ে ওশান স্টেট লিমিটেডের ম্যানেজার বিকাশ কান্তি বিশ্বাস বলেন, শ্রমিকদের ওয়ার্কিং ডে হিসাব করে বেতন দেওয়া হচ্ছে। বিষয়টি শ্রমিকদের আগে জানানো হয়েছিল। শ্রমিকদের কারখানার আইডি কার্ড নিয়ে নেওয়ার বিয়ষটি সঠিক না। আমরা আইডি কার্ড নিয়েছি ফটোকপি করার জন্য। আবার শ্রমিকদের ফেরত দেয়া হবে।

আইডি কার্ডের ফটোকপি কেন জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের আইডি কার্ডের ফটোকপি বিজিএমএইএর কাছে জমা দিতে হবে। তাই নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, শ্রমিকেরা বিক্ষোভ করার বিষয়টি প্রথমে কর্তৃপক্ষ আমাদের জানালেও পরে মালিক শ্রমিক মিলে সমস্যার সমাধান হয়েছে বলে জেনেছি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!