খুলশীর ঝিলপাড় বস্তিতে ইয়াবা বাণিজ্য, মাদককারবারির স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের রেলওয়ে বস্তি ঘিরে দীর্ঘদিনের মাদকের আখড়ায় হানা দিয়েছে পুলিশ। ওই এলাকার মাদকের হোতাকে গ্রেপ্তারে ব্যর্থ হলেও সফল হলো পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধারে। জাবের হোসেন লিটন নামে ওই মাদক ব্যবসায়ীর ঘর তল্লাশি করে উদ্ধার করা হলো ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ ইয়াবা।

মাদক হেফাজতে রাখার দায়ে গ্রেপ্তার হয় মাদক বিক্রেতা লিটনের স্ত্রীকে। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিক্রির বিষয় আলোচনা হলে তা পুলিশের নজরে আসে।

সোমবার (৬ জুন) রাত ২টায় খুলশী থানার মাস্টার লেন ওয়ার্লেস ঝিলপাড় পাহাড়ি বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটনের স্ত্রী কাজল মর্জিনাকে (২৫) গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রেল অধ্যুষিত এলাকা খুলশীর পাহাড়তলী। নিরিবিলি এই পাহাড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল লিটন ও তার স্ত্রী।

খুলশী থানাধীন পাহাড়তলী পুলিশ ফাঁড়ির এসআই খাজা এনাম ইলাহী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মর্জিনাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।’

খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তার নারীকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি জাবেদ হোসেন লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!