কারামুক্ত যুবলীগ নেতা একরামকে কারাফটকে সংবর্ধনা

চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য ও চকবাজার ওয়ার্ড সভাপতি মো. একরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। এসময় তাকে কারাফটকে সংবর্ধিত করেন আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

গ্রেপ্তারের চারদিন পর রোববার (৪ অক্টোবর) আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। রাজনৈতিক প্রতিহিংসায় কথিত নারীর সাজানো ও মিথ্যা মামলায় গ্রেফতার হন তিনি।

কারাফটকে একরাম হোসেনকে সংবর্ধনা দেয়ার সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, নগর যুবলীগ নেতা মো. ইকবাল ইকরাম শামীম, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল খায়ের বাচ্চু, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আনোয়ার মান্নান, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মাদ সেলিম রহমান, নগর যুবলীগের সদস্য আবু সাঈদ জন, শাখাওয়াত হোসেন স্বপন, কাজল প্রিয় বড়ুয়া, আডভোকেট রবি সাঈদ, নুরুল আলম, মোহাম্মদ রুবেল, নগর সেচ্ছাসেবকলীগের সদস্য মুজিব ইমরান বিপ্লব, দেলোয়ার হোসেন ফরহাদ, ইদ্রিস হোসেন সুমন, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা সালাউদ্দিন হিরু, মোহাম্মদ মহিউদ্দিন, রিপন সিং, নগর ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, মো. শাওন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেল, এস কে তুষার, নেওয়াজ শরীফ অমি, ইফতেকার অনিক, আবদুর রায়হান কিরন, ইফতেকার আকিক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, একরাম হোসেন ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত। অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনৈতিক নেতা। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ ও ৯৬ এর অসহযোগ আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি ছিল তার। কয়েকবার শিবিরের ভয়াবহ হামলার শিকার হন, কারাগারেও ছিলেন দীর্ঘদিন। চকবাজার এলাকার সনামধন্য রাজনৈতিক পরিবারের সন্তান একরামকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতেই মিথ্যা মামলার জাল বুনে ষড়যন্ত্রকারী মহল।

উল্লেখ্য, একরাম হোসেনের বাবা মরহুম ডা. মোশাররফ হোসেন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চকবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তার বড় ভাই শহীদ ইউসুফকে ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করেছিল। সেসময় তাদের পরিবারকে সমবেদনা জানাতে চট্টগ্রামের কাপাসগোলাস্থ বাসভবনে এসেছিলেন জননেত্রী শেখ হাসিনা। অপর ভাই জাকির হোসেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। একরাম হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেন ফরহাদ নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে লড়ছেন।

আদর/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!