কাপড়ের দোকানে ৭০ হাজার ইয়াবা, টেকনাফে আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌরসভার উপরের বাজার কাপড়ের দোকান গলির আকতারের দোকান থেকে তাদের আটক করা হয়। পরে দোকানের ভেতর লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকৃতরা হল, চট্টগ্রাম লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার কবির আহমেদের ছেলে মো. জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভা জালিয়াপাড়া এলাকার আলী জোহারের ছেলে আব্দুল হক (৩৩)।

র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, ‘পৌরসভার উপরের বাজার বার্মিজ মার্কেট সংলগ্ন আফিফা আলম হিমু মার্কেটে আক্তারের কাপড়ের দোকানের ভেতর একটি ইয়াবার চালান মজুদ রয়েছে। এমন খবর পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় সীমসহ দুটি মোবাইল জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেকনাফ উপরের বাজারের দোকান মালিক আক্তার কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অবশেষে ব্যাবের জালে ধরা পড়ে এ সিন্ডিকেট। আটক দুজনকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!