কাতারের ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামের দুই দল

২০২২ সালের কাতার বিশ্বকাপের আমেজ বাড়াতে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হল ফুটবল টুর্নামেন্টের। ১২টি দল নিয়ে ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের কাতারে। বিশ্বকাপের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। এক্ষেত্রে ব্যতিক্রম নন ফুটবলপ্রেমী প্রবাসীরাও।

এদিকে বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে কাতার প্রবাসীদের নিয়ে আয়োজিত হল একটি ফুটবল টুর্নামেন্ট। কাতার বাংলা টাইগার্স ফুটবল ক্লাবের উদ্যোগে ১২টি দল নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামেরই দুটি দল। এগুলোর নাম হচ্ছে চট্টগ্রাম ও পাঁচলাইশ। এছাড়া অংশ নেওয়া বাকি দলগুলোর নাম বাংলা টাইগার্স, সিলেট, দক্ষিণভাগ, নিউ স্টার, আল মানা, শাহানিয়া, ঘরোয়া, বিয়ানীবাজার ও কানাইঘাট।

এই ফুটবল টুর্নামেন্টে আসা খেলোয়াড় ও দর্শকরা জানান, ২০২২ সালে মাঠে বসে প্রিয় ফুটবল দলের খেলা উপভোগ করতে প্রস্তুত তারা।

২০২২ সালের কাতার বিশ্বকাপের আমেজ উপলব্ধি করেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলেও জানান এখানকার প্রবাসী ফুটবল সংগঠকরা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!