কাজলের লাশ ফিরিয়ে দিল কর্ণফুলী

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিললো এসএম আশরাফ উদ্দিন কাজলের মরদেহ।

রোববার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে শনিবার বিকাল সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটে ফেরির সঙ্গে নৌকার ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হন কাজল।

এসএম আশরাফ উদ্দিন কাজল (৪৮) চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালীর পরিচালক ছিলেন। তার বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, শনিবার বিকেল ৬টার দিকে কালুরঘাটের চট্টগ্রাম প্রান্ত থেকে নৌকায় যাত্রী নিয়ে বোয়ালখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় থেমে থাকা ফেরিতে ধাক্কা লাগে নৌকার। ধাক্কার পর পানি পড়ে যান কাজলসহ নূর কাদের নামের এক ব্যক্তি। তবে স্থানীয়রা নূর কাদেরকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যান কাজল।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে চান্দগাঁওয়ের হামিদচর এলাকা থেকে আশরাফ উদ্দিন কাজলের মরদেহ উদ্ধার করেছি।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!