কর্ণফুলী নদী থেকে দুই ডাকাত আটক, দেশীয় অস্ত্রসহ বোট জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মো. রমজান আলী ও রেজওয়ান আহমেদ হৃদয়।  

সদরঘাট পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীতে ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে শিকলবাহা খালের ব্লকপাড়া নৌঘাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে রামদা, কিরিচ, কাটার সেল ও একটি বোট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সদরঘাট নৌ থানার কর্ণফুলী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!