কক্সবাজারকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সুপারিশ

কক্সবাজারকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৬ জুলাই) কমিটির ৪০তম বৈঠক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ৩৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশ সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বৈঠকে সুন্দরবনকে নিয়ে পর্যটন মহাপরিকল্পনায় একটি লাইট হাউজসহ বন্যপ্রাণী অবজারভেশন টাওয়ার নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়। পরিবেশ ঠিক রেখে ময়মনসিংহের গারো পাহাড় ও অন্যান্য পর্যটন কেন্দ্রের আধুনিকায়নের বিষয় মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!