‘ড্রাগ ব্যবসায়ীরা গণশত্রু, এক ধরনের রাজাকার’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, ড্রাগ ব্যবসায়ীরা গণশত্রু। এরা এক ধরনের রাজাকার। যেকোন মূল্যে এদের প্রতিহত করা হবে। কোন ড্রাগ ব্যবসায়ীকে স্বস্তিতে থাকতে দিবেনা র‍্যাব। দেশে এমন কোন শক্তি নেই তাদেরকে রক্ষা করবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা র‌্যাব-৭ সদর দফতরে মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেনজির আহমেদ বলেন, মাদক দমন অভিযানে র‍্যাবের সফলতার কথা তুলে ধরে র‍্যাবের ডিজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদক দমনে র‍্যাবকে দায়িত্ব দেয়ার পর আমরা ৪২ হাজার মাদক ব্যাবসায়ীকে কারাগারে পাঠিয়েছি। কিন্তু এটা যথেষ্ট নয়। শুধু সাপ্লাইয়ারদের ধরলে সমাধান মিলবে না। যতদিন ডিমান্ড থাকবে ততদিন সাপ্লাই থাকবে। তাই আমরা মাদকাসক্তদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উপরও জোর দিতে চাই।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মো. হাবিবুর রহমান এমপি, মো. ফরিদুল হক খান এমপি, পীর ফজলুর রহমান এমপি, চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!