ঈদের ট্রেনে এবার নেই অতিরিক্ত কোচ, সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী ভিজে নাকাল

প্রতি ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হলেও এবার তা হচ্ছে না। ফলে রেলওয়ে পূর্বাঞ্চল দিনে প্রায় ১৫ লাখ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে সুবর্ণ এক্সপ্রেসের নিম্নমানের এসি কোচের টাংকি ছিদ্র হয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

সর্বশেষ বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রাম স্টেশনে খোঁজ নিয়ে দেখা গেছে, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধুলী, সোনার বাংলা ও তৃণা নিশীথায় অতিরিক্ত কোনো কোচ সংযোজন করা হয়নি।

চট্টগ্রামের স্টেশন মাস্টার শফিকুল ইসলামও জানিয়েছেন, ঈদে যাত্রীদের চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনে অন্য সময়ে অতিরিক্ত ৩-৪টি কোচ সংযোজন হলেও এবার তা হচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার সূত্র জানিয়েছে, ঈদ মৌসুমে আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন হলে রেলের আয় হয় দৈনিক ১৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রেলের ঢাকা ও চট্টগ্রামের কর্মকর্তারা বৈঠকে অতিরিক্ত কোচের চাহিদার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করে ব্যর্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন একাধিক কর্মকর্তা।

চট্রগ্রাম রেল বিভাগীয় কর্মব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম ঈদে অতিরিক্ত কোচ হচ্ছে না— এমন কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

এদিকে আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের নিম্নমানের এসি কোচ নিয়ে যাত্রীরা বিভিন্ন অভিযোগ করছেন। বুধবার (১২ জুন) ঢাকা-চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেসের এসি কোচের (ছ) টাংকি ছিদ্র হয়ে পানি পড়তে থাকে যাত্রীদের ওপর। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন অনেকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!